লবণ শিল্পকে রক্ষা, মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি ও শিল্প লবণ আমদানির প্রতিবাদে কক্সবাজারে লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের উদ্যোগে সড়ক অবরোধ, কাপনের কাপড় পরে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা।
এ সময় বক্তারা বলেন, লবণ মিল মালিকরা সিন্ডিকেট করে নিজেদেরকে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার জন্য ইন্ডাস্ট্রিয়াল লবণের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ন্ত্রণ করে লবণ আমদানির এলসি অনুমোদন করার পায়তারা করছে।
যদি তাদের পরিকল্পনা বাস্তবায়ন হয় বাংলাদেশের একমাত্র স্বনির্ভর লবণ শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাবে।
লবণ চাষীরা গায়ে কাপনের কাপড় পড়ে মহাসড়কে লবণ ফেলে প্রতিবাদ জানায়।
ওই সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে এবং উভয় পাশে শতাধিক দূরপাল্লার গাড়ি আটকা পড়ে।
বিক্ষোভ ও অবস্থান কর্মসুচীতে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, অধ্যক্ষ এসএম মনজুর, কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ জামিল ইব্রাহিম, সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন মিয়া বক্তব্য রাখেন।
অবরোধ কর্মসূচীতে সহস্রাধিক লবণ চাষী অংশ নেন।
আপনার মতামত লিখুন :