চট্টগ্রাম রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আরআরএফ, চট্টগ্রাম পুলিশ ক্রিকেট দল বনাম খাগড়াছড়ি জেলা পুলিশ ক্রিকেট দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মো: আহসান হাবীব পলাশ মহোদয় পুলিশ লাইন্স, চট্টগ্রাম আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা।
চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আহসান হাবীব পলাশ, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয় এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা মহোদয়।
ফাইনাল ম্যাচে খাগড়াছড়ি জেলা পুলিশ ক্রিকেট দল আরআরএফ, চট্টগ্রাম পুলিশ ক্রিকেট দলকে ২ রানের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, সুস্থ থাকতে এবং শারীরিকভাবে ফিট থাকতে খেলাধুলার বিকল্প নেই।
এসময় চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাবেদুর রহমান এবং চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ ক্রীড়া প্রেমিকগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :