নরসিংদীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৮:১৮ পিএম

নরসিংদীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট

ছবি- রূপালী বাংলাদেশ

নরসিংদী জেলার সদর উপজেলার মাধবধী এলাকায় বিএসটিআইয়ের মোবাইলকোর্ট  পরিচালিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাস পুরকায়স্থ এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় হয়েছে ।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত ‘‘লিড এসিড  ট্রাকশন ব্যাটারিজ’’ পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণ ব্যতিরেকেই  জিয়াং সু জিং ডিং ‍ স্টোরেজ কোঃ লিঃ ,শীতলাবাড়ি,মাধবদী, নরসিংদী নামীয় প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদন ও বাজারজাত করার বিষয়টি উদ্ঘাটিত ও প্রমাণিত হলে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে অভিযোগ দায়ের করা হয়।

মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত অভিযোগ বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- টাকা জরিমানা আরোপ করে এবং প্রতিষ্ঠানটিকে অতিসত্বর বিএসটিআই হতে পণ্যের গুণগত মান সনদ গ্রহনের জন্য নির্দেশ প্রদান করে। একইসাথে সাজেদা ডাইং প্রিন্টিং এন্ড প্রসেসিং পাচদোনা, সদর, নরসিংদী কে বকেয়া বিল পরিশোধের তাগিত প্রদান করা হয় ।

উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।

নিম্নমানের পণ্যের বাজারজাত প্রতিরোধকল্পে  প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই’র এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি ।

আরবি/এসবি

Link copied!