সোনারগাঁয়ে ঘুরতে এসে প্রাণ হারালেন দুই বন্ধু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৯:১৬ এএম

সোনারগাঁয়ে ঘুরতে এসে প্রাণ হারালেন দুই বন্ধু

ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুরতে এসে বাড়ি ফেরার পথে মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু টুটুল ও হাবিব নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত টুটুল রাজধানী ঢাকার নন্দীপাড়া এলাকার বদিউজ্জামানের ছেলে, সে একজন ব্যবসায়ী এবং নিহত হাবিব একই এলাকার আব্দুল বাতেনের ছেলে, সে ফিনল্যান্ড প্রবাসী।

কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, দুই বন্ধু মোটরসাইকেল যোগে সোনারগাঁয়ে বেড়াতে আসে। মেঘনা নদীতে গোসল করে সোনারগাঁ যাদুঘর ঘুরে রাতে বাড়ি ফেরার পথে মহাসড়কের টিপুরদী এলাকায় ইউটার্ন নেওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থাকা দুই বন্ধু হাবিব ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর টুটুল মারা যান। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারকে আটক করা যায়নি।

আরবি/এসআর

Link copied!