কালিয়াকৈরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০১:০১ পিএম

কালিয়াকৈরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক সিএনজির চালক নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর বাজার থেকে অজ্ঞাত একটি সিএনজি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাহেব বাজার এলাকায় আন্ডারপাস দিয়ে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত একটি বাস ওই এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক নিহত হয়। সিএনজিতে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যায়।

মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে নাওজোর থানার ইনচার্জ রইছ উদ্দিন জানান, এখনো পরিচয় পাওয়া যায়নি।

আরবি/এসআর

Link copied!