ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

নদার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান নড়াইলের কৃতি সন্তান ডা. পারভেজ

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০২:৩৩ পিএম
ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ। ছবি: রূপালী বাংলাদেশ

নড়াইলের কৃতি সন্তান জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বিএনপি নেতা ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ ঢাকা ধানমন্ডির নদার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হাসপাতালের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে সম্প্রতি তাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। সৎ, পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে পরিচিত বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. পারভেজকে চেয়ারম্যান নিযুক্ত করায় নড়াইল জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আনন্দিত। জানা যায়, ১৯৭২ সালে খুলনা সরকারি বিএল কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশের পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে এমবিবিএস এ ভর্তি হন।

পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্রদল মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। ১৯৭৭ সালে বরিশাল অঞ্চলে পৌর চেয়ারম্যানের সাথে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষে জনমত গঠনে ছাত্র নেতা হিসেবে জনসভায় বক্তব্য প্রদান করেন। ১৯৯৩ সালে ইউনিয়ন বিএনপির সদস্য হিসেবে যোগদান করে ২০০২ সালে কালিয়া উপজেলা কমিটি ও নড়াইল জেলা কমিটির সদস্য নির্বাচিত হন। হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক, বিআরবি হাসপাতালের সাবেক সিইও হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে গাজীপুরের ডিভাইন মার্সি হাসপাতালের সিইও হিসেবে কর্মরত আছেন।

ডাক্তারদের সংগঠন ড্যাবের উপদেষ্টা ডা. পারভেজ ১৯৯৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) ছিলেন।বিএমএ, বিপিএমপিএ, চিত্রশিল্পী এসএম সুলতান ফাউন্ডেশন, রেডক্রিসেন্ট সোসাইটি ও নড়াইল জেলা সমিতি ঢাকার আজীবন সদস্য ডা. শফিকুল হায়দার পারভেজ  ২০০২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বৃহত্তর যশোর জেলা সমিতির কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের সন্তান অবসরপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মরহুম এ.এইচ.নুর উদ্দিন আহমেদের পুত্র।