ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েলকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব-৪। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানী ঢাকার মিরপুর কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানায় হস্তান্তর করে র্যাব।
সাবেক মেয়র জুয়েল ২০১৬ সালে কসবা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব নেয়। এর আগে সে কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে। সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের ঘনিষ্ঠজন ছিলেন এই সাবেক মেয়র জুয়েল। সে পৌর এলাকার তালতলা গ্রামের কামাল উদ্দিনের সন্তান।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস। তিনি রূপালী বাংলাদেশকে জানান, গতকাল রাতে ঢাকা মিরপুর থেকে সাবেক মেয়র জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে, কসবা থানায় বিষ্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে তোলার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :