ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

কাজে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৩:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে গোডাউনে ভাঙ্গারী মালামাল বাছাইয়ের কাজ করতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে ২ ধর্ষণকারীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার তেলিচালা এলাকায় রমজানের ভাঙ্গারীর গুদামে ধর্ষণের এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন,সিরাজগঞ্জ বেলকুচি থানার কামারপাড়া গ্রামের মোঃ আব্দুল হাকিমের ছেলে ভাঙ্গারী ব্যবসায়ী মোঃ রমজান (৩৬) এবং ময়মনসিংহ কোতোয়ালি থানার বুড়ারচর গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মোঃ হাসেম উদ্দিন(৫৫)।

মামলার  সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী উপজেলার তেলিরচালা এলাকার রমজানের ভাঙ্গারীর গুদামে ভাঙ্গারী বাছাইয়ের কাজ করতো। গত সোমবার বিকেলে ধর্ষণের শিকার ওই নারী কাজে গেলে অভিযুক্ত রমজান ওই নারীকে গুদামের ভিতরে রেখে গুদামের মূল ফটোকে তালা লাগিয়ে মোঃ হারুনুর রশিদ এবং মোঃ হাসিম উদ্দিন নামে তার দুই সহযোগীকে ডেকে আনেন। 

পরে অভিযুক্ত রমজান ভুক্তভোগী ওই নারীর গলায় ধারালো ছুরি ধরে মেরে ফেলার হুমকি দেয়। পরে অভিযুক্ত হারুনুর রশিদ, মোঃ রমজান এবং মোঃ হাসেম উদ্দিন পালাক্রমে ধর্ষণের পর ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে পড়লে একটি অটোরিকশায় তুলে তাকে বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্তরা। পরে ভুক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে মোঃ রমজান ও হাসেম উদ্দিন নামের ২ আসামিকে আটক করে। 

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আব্দুস সেলিম জানান, কালিয়াকৈর থানায় ধর্ষণের মামলা হওয়ায় বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে দুই ধর্ষণকারীকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।