ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

ধর্ষণ মামলার আসামি ঝটিকা শাহিন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৪:৪৫ পিএম

বগুড়ায় ধর্ষণ, ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণসহ বহু মামলার আসামি পরিবহন ব্যবসায়ী ঝটিকা শাহিন (৫২) কে  গ্রেফতার করে ডিবি পুলিশ। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে শহরের বাদুড়তলক থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামি হলেন, শাহিনুর রহমান শাহিন ওরফে ঝটিকা শাহিন শহরের কাটনারপাড়ার ওয়াজেদ আলীর পুত্র। তিনি বগুড়া জেলা জাতীয় যুব শ্রমিক লীগের ৫ নং জয়েন সেক্রেটারি ছিল নারী ঘটিত কারণে উক্ত সংগঠন থেকে বহিষ্কার করা হয়। 
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ঝটিকা শাহিনের বিরুদ্ধে ধর্ষণসহ ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণে ৭ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ঝটিকা শাহিনকে বৃহস্পতিবার বগুড়া আদালতে পাঠানো হয়েছে।