ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

ট্রলির চাপায় চালকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৪:৫০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতুর পূর্ব পাড়ে ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলির নিচে চাপা পড়ে আবুল হোসেন (৫৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সেতুর পূর্ব পাড়ের যাত্রাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভাংড়ির বাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, নিহত চালক ট্রলিতে করে আলু নিয়ে যাত্রাপুর যাচ্ছিলেন। এমন সময় সেতুর পূর্ব পাড়ে বাঁক ঘুরতে গিয়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে তারই উপর পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত চালককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।