নওগাঁয় গণতন্ত্র উৎসব পালিত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৪:৫৬ পিএম

নওগাঁয় গণতন্ত্র উৎসব পালিত

ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁয় পালিত হয়েছে গণতন্ত্র উৎসব। বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা চত্বরে ফেষ্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে সেখান থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি ফজলুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এবং রূপান্তরের কারিগরি সহায়তায় পরিচালিত আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক কামাল হোসেন।

এসময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদের ভূমিকা অপরিসীম। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিকদের ভোটের অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতার মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এজন্য নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেগুলি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এছাড়াও দিনব্যাপী এই উৎসবে ছিল বিভিন্ন সংগঠন ও যুব ফোরামের স্টল, যুবদের উদ্যোগে নাটক পরিবেশন, গান, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, মক ভোটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সমাজে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা, অহিংস সমাজ গঠন ও গণতন্ত্রের চর্চার বিষয়বস্তুকে কেন্দ্র করে একটি সচেতনতা কার্যক্রমের উদ্দেশ্য যুব ফোরাম ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এবং ডেমোক্রেসি ওয়াচের অর্থায়নে এই উৎসবটির আয়োজন করা হয়।

আরবি/জেডআর

Link copied!