প্রবল বন্যায় নদীগর্ভে বসতঘর হারানো একটি অসহায় পরিবারের বসবাসের উপযোগী ঘর নির্মাণ করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদরের ঘোড়াশাল গ্রামের মানিক মিয়ার পরিবারকে বসতঘরটি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামির আমির আবু নছর মোঃ ইলইয়াছ। সহকারি সেক্রেটারি মাহবুব আলম মুন্সী, বাইতুলমাল সম্পাদক আবু বকর সরকার, মোস্তফা মিলন, নাজমুস সাকিব তন্ময় ও সদর ইউনিয়নের টিম সদস্য জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা জামায়াতে ইসলামির আমির আবু নছর মোঃ ইলইয়াছ জানান, বিগত দিনের বন্যায় গোমতী নদীর ভাঙ্গনের কবলে পড়ে মুরাদনগর উপজেলা সদরের ঘোড়াশাল গ্রামের দক্ষিণ পাড়ার মানিক মিয়ার বাড়ি। এতে তার থাকার ঘরটিও বিলীন হয়ে যায় নদীগর্ভে। বিষয়টি মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী`র নজরে এলে হতদরিদ্র মানিক মিয়ার পরিবারের জন্য একটি ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :