ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

নেত্রকোনায় ইয়াবাসহ দুই ভাই আটক

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:০১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনার মদন উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৫৯৮ পিস ইয়াবা, নগদ এক লাখ ৭৮ হাজার ৪০০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুইটি বাটন মোবাইল, ১২টি মোবাইল সিম এবং তিনটি মেমোরি কার্ডসহ দুই সহোদরকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত আনুমানিক ২টার দিকে মদন উপজেলার আলমশ্রী গ্রামে তাদের নিজ বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। দেড় ঘণ্টাব্যাপী এ অভিযান ভোর রাত সাড়ে ৩টার দিকে শেষ হয়।

আটককৃতরা হলেন-মৃত ইনসানের ছেলে মো. জাহান (৩০) ও তার ছোট ভাই মো. লিজন (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অভিযানটি পরিচালনা করেন মদন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমান। সঙ্গে ছিলেন মদন থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আল আমিন জানান, আটককৃতদের মধ্যে বড় ভাই জাহান মাদক সংগ্রহ করে আনতেন, যা অন্যান্যরা বিক্রি করত। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হবে।