ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

২২ লাখ টাকার তেলসহ ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৫:০২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুরে পামওয়েল ভর্তি ডাকাতি হওয়া ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পাওয়া গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে নওগাঁর সাপাহার থেকে প্রায় ২২ লাখ টাকার পামওয়েল তেল উদ্ধার করেছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তথ্য নিশ্চিত করে জানান, গত সোমবার সকালে গোদাগাড়ীর ললিতনগর এলাকায় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাকটি পাওয়া যায়। পরে তথ্য-প্রযুক্তির ব্যবহার ও তদন্তের মাধ্যমে তারা জানতে পারেন যে নওগাঁর সাপাহার উপজেলায় ট্রাক থেকে একটি গুদামে তেল নামিয়ে নেওয়া হয়েছে।


পরে বুধবার ওই গুদামে অভিযান চালিয়ে ৭৫ ড্রাম তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মোট তেলের পরিমাণ ১৩ হাজার ৯৫০ কেজি। এই তেলের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। ডাকাতদলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সাপাহারের ওই গুদাম থেকে তিনজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার তিনজন ও উদ্ধার করা তেল সাপাহার থেকে গোদাগাড়ীতে আনা হচ্ছে। ট্রাক উদ্ধারের ঘটনায় আগেই এ থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
এর আগে গত রোববার চট্টগ্রাম থেকে ওই ট্রাকটি পামওয়েল নিয়ে রংপুরে যাচ্ছিল। রাতে বগুড়া-শেরপুর রাস্তার ছনকা এলাকায় আরেকটি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে ডাকাতদল তেলভর্তি ট্রাকটি থামায়। তারপর ট্রাকের চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকে তুলে নেওয়া হয়। এরপর কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের অচেতন করে ফেলে দেওয়া হয়।
ওসি রুহুল আমিন জানান, যারা ট্রাকটি ডাকাতি করেছিল তাদের এখনও গেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাপাহারে গ্রেপ্তারকৃত ৩ জনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।