চট্টগ্রাম সরকারি সিটি কলেজের উদ্যোগে দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সরকারি সিটি কলেজের ছাত্র প্রতিনিধি মো. সামি আলাউদ্দিন, মো. তানভীরুল আইয়ুম, এবং সানজিদা আক্তার।
এছাড়া, সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সংগঠক মো. আরিফুল ইসলাম।
বক্তারা দেশব্যাপী চলমান নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি তুলে ধরেন। বক্তারা আরো বলেন, সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রয়োজনে দ্রুত সময়ের মধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ সময় ছাত্র নেতারা সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একটি আল্টিমেটাম দেন। তারা বলেন, নারী সুরক্ষা নিশ্চিত না হলে, আগামী দিনে আরও ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে
আপনার মতামত লিখুন :