পিরোজপুর ভান্ডারিয়া উপজেলার ৮৪ নং তেওয়ারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গৌরীপুর
ইউনিয়নের কৃতি সন্তান শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুল করিম মিঠু মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বুধ ও বৃহস্পতিবার দু’দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিদায়ীদের পুরষ্কার বিতরণ পূর্বে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আহাম্মদের সভাপতিত্বে আরো বক্তব্য বিশেষ অতিথি বিএনপি নেতা মো. নুরুল হুদা মিন্টু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. মিরাজুল ইসলাম হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. অহিদুল ইসলাম, হাজী লেহাজ উদ্দিন দাখিল মাদ্রাসার সভাপতি দেলোয়ার হোসেন রত্তন, গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. জাহিদুল ইসলাম প্রমূখ।
সমাজসেবক শিক্ষানুরাগী মো. ফজলুল করিম মিঠু মিয়া গৌরীপুর ইউনিয়নের অসহায় দরিদ্রদের পাশে থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূল কাজ করে যাচ্ছেন এবং অসহায় দরিদ্র মানুষ তার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে না বলে স্থানীয় শিক্ষক ও শিক্ষর্থীরা জানান।