ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

গাঁজাসহ ৪ মাদক পাচারকারী আটক, গাড়ি জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৮:১৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার টেকনাফে কোস্ট গার্ড এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক পাচারকারী আটক। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের সমুদ্রসীমা, উপকূল এবং নদীর তীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তারই ধারাবাহিকতায় কুমিল্লার চৌদ্দগ্রাম হতে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ স্থল বন্দর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি ধূসর রঙের হাইস গাড়ীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল গাড়ীটিকে থামিয়ে তল্লাশী করে ৬০ কেজি গাঁজাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করে। 

তিনি আরও বলেন, আটকৃত ব্যাক্তিরা মো. আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫) ও ইসমাইল (২৫) কুমিল্লা এবং মোহাম্মদ নূর (২৩) টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

জব্দকৃত গাঁজা, গাড়ী এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।