পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (২৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খোন্দকার ।
ফেনী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো: ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদ আলম ভূঁইয়া, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান নুরুল আজিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আবদুল্লা আল মামুন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, শহর ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি শফিকুল ইসলাম, অফিস সম্পাদক মেহেদী হাসান মেশকাত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনামুল হকসহ কলেজের বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ ।
কলেজ সভাপতি মো: ইউনুস জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী সরকারি কলেজ ছাত্রশিবিরের পক্ষ থেকে কলেজের কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির অন্তত ৩০ জন কর্মচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে তেল, পেয়াজ, রসুন, ছোলা বুট, গুঁড়া দুধ,খেজুর, মুড়ি,আলু, চিনি ও ট্যাংকসহ নিত্যপূণ্য সামগ্রী দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :