ফটিকছড়িতে আগুন দিয়ে বসতবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার জাফতনগর ইউনিয়নের ফতেপুর গ্রামের ছমদ বাড়িতে পুড়ে যাওয়া বসত ঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লুৎফুন নাহারসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এ দাবি জানান।
লিখিত বক্তব্যে লুৎফুন নাহার উল্লেখ করেন, গত ১৯ ফেব্রুয়ারি দিনগত রাতে রহিম, বোরহান ও আলী আকবর নামে তিন ব্যবসায়ীর বসতঘর পুড়িয়ে দেয় রাসেল, আনোয়ার সহ কয়েকজন সন্ত্রাসী।
এতে আমাদের ঘরের মূল্যবান জিনিসপত্রসহ পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমি এ ঘটনার সুষ্টু তদন্ত ও বিচার দাবি করছি।
ঘটনার বিচার চেয়ে ফটিকছড়ি থানায় ২০ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দায়ের করেন, ভূক্তভোগী লুৎফুন নাহার ৷
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আমেনা আকতার, জাহানারা বেগম, আলী আকবর, রুবি আকতার, মো. সেলিম, শাহাব উদ্দিন, আবির হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :