ভোলায় বস্তা পদ্বতিতে আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৮:৫৪ পিএম

ভোলায় বস্তা পদ্বতিতে আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ

ছবি: রূপালী বাংলাদেশ

ভোলা সদর উপজেলার ইলিশা গুপ্তমুন্সি গ্রামে বস্তা পদ্বতিতে আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্ধোধন করেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.  মো. মহসিন হোসেন খান।

বৃহস্পতিবার দুপুরে পল্লী কর্ম সসহায়ক ফাউন্ডেশনের (আর এইচ এল) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণের আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্প পরিচালক কৃষিবিদ আনিসুর রহমান টিপু। বক্তব্য রাখেন কৃষিবিদ মুরাদ হোসেন চৌধুরী, ও পরিবেশবিদ এস এম সাকিবুল ইসলাম। প্রশিক্ষণে প্রকল্পের উপকারভোগি ৪০ জন কৃষান-কৃষানী অংশ নেয়।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের আদা চাষের জন্য জনপ্রতি ২৮০০ টাকা করে প্রদান  করা হবে। প্রশিক্ষণে বাড়ির আঙ্গিনায় কিভাবে বস্তা পদ্ধতিতে আদা চাষ করে বাড়তি রোজগার করা যায় সে বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

আরবি/জেডআর

Link copied!