ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

সাতক্ষীরায় আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মেহেদী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১০:১৯ পিএম
ফাইল ছবি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীকে শ্যামনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদ এর ছেলে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটে অবস্থিত কার্তিক হেয়ার কাটিং সেলুনে চুল কাটার জন্য আসেন আওয়ামী লীগ নেতা সাঈদ। এ সময় শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।