ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

সিএমপির ৬ উপ-কমিশনারকে বদলি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১০:১৩ এএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয়জন উপ-পুলিশ কমিশনারকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান।

আদেশ সূত্রে জানা গেছে, সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক আহাম্মেদকে বদলি করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি), মো. মোখলেছুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে এবং জয়নুল আবেদীনকে সিআইডিতে।

এছাড়া উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং এ এ এম হুমায়ুন কবীরকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

একইদিনে জারি করা পৃথক আদেশে আরও ৫৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।