ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গুলির অভিযোগে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় ফরিদপুর জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ২৪ ফেব্রুয়ারি, সাদা পোশাকে ডিবির একটি টিম ভাঙ্গা থানা থেকে ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০২৩ সালের ১৯ আগস্ট হবিগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়ে গুলি ছোঁড়ে, যার ফলে বিএনপি নেতা এস এম আওয়াল গুরুতর আহত হন।
এস এম আওয়াল এ ঘটনার পর হবিগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন, যেখানে ৭৫ জনের নাম উল্লেখ করা হয়, এর মধ্যে ১৮ জন পুলিশ সদস্য। মামলায় সাবেক পুলিশ সুপার এস এম মুরাদ আলী, হবিগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, সাবেক ওসি অজয় চন্দ্র দেবসহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম রয়েছে।
এই ঘটনার পর, এস এম আওয়ালকে সিলেট ও ঢাকায় স্থানান্তর করা হয় এবং তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক ছিল।
ভাঙ্গা থানার একটি সূত্র জানায়, ওসি শফিকুল ইসলামের গ্রেপ্তার বিষয়ে তারা প্রথমে কিছু জানতেন না। পরে জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, শফিকুল ইসলাম মাত্র দুই সপ্তাহ আগে, ১৫ ফেব্রুয়ারি, গাজীপুর মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানায় যোগদান করেছিলেন।