ভারতে পাচারের প্রাক্কালে চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ২.৩৩৫ কেজি ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। জব্দ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২,৮৪,৩০,১৫০ (দুই কোটি চুরাশি লাখ ত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার হুদাপড়া সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘর থেকে এসব স্বর্ণের বার জব্দ করা হয়।
বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দামুড়হুদা উপজেলাধীন হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়িতে পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে। এ প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসানের দিকনির্দেশনা ও পরিকল্পনায় সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির একটি আভিযানিকদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৬/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামে এ্যাম্বুশ করে।
বিজিবি আভিযানিকদল আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হুদাপাড়া গ্রামের জনৈক মৃত রমজান আলী খানের ছেলে মো. হারুন (৩৫) এর বসতবাড়ির অদূরে বিদ্যমান একটি পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মো. হারুন কৌশলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গোয়াল ঘরের ভেতর ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো ২টি প্যাকেট থেকে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ২.৩৩৫ কেজি ওজনের ৪টি স্বর্ণের বার জব্দ করে। জব্দ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য-২,৮৪,৩০,১৫০/- (দুই কোটি চুরাশি লাখ ত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।
জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।