ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় রোদেলা

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ১২:৪৯ পিএম

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় রোদেলা

ছবি- রূপালী বাংলাদেশ

জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছেন নিশাত তাসনিম রোদেলা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে ইসলামি ফাউন্ডেশনের প্রধান
কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেখানে অংশ গ্রহণ করে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেন রোদেলা।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দৈনিক সমকাল পত্রিকার ত্রিশাল প্রতিনিধি ও ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমানের মেয়ে তিনি।

জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন ত্রিশালের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা প্রথমে অংশগ্রহণ করেন রোদেলা। সেখানে প্রথম স্থান অর্জন করার পর পর্যায়ক্রমে জেলা ও বিভাগেও প্রথম হয়ে অংশ নেন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।

এ অর্জনের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আগত সময়ে আরও ভালো কিছু করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন নিশাত তাসনিম রোদেলা।

আবেগ-আপ্লত হয়ে সাংবাদিক মতিউর রহমান সেলিম বলেন, আল্লাহ তায়ালা আমাকে অনেক বড় একটি নেয়ামত দান করেছেন। আমি স্বপ্ন দেখেছি অনেক তবে তা বাস্তবে রূপ নিবে তা ভাবিনি।

আরবি/এসআর

Link copied!