গোপালগঞ্জের কোটালীপাড়ায় একরাতে তিন ঘরে সিঁধ কেটে চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
গ্রাম্য পুলিশ সদস্য অমল পান্ডে বলেন, রাধাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের চালিতাবাড়ি গ্রামের কিশোর মজুমদার, ভোলানাথ মজুমদার ও সুশীল মজুমদারের ঘরে বৃহস্পতিবার দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চক্র সিঁধ কেটে এই চুরির ঘটনা ঘটায়।
চুরি হওয়া বাড়ির মালিক কিশোর মজুমদার বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি সিঁধ কাটা। ঘরে থাকা নগদ ৩০ হাজার টাকা, মোবাইল ও জামা কাপড় নিয়ে গেছে চোরেরা। আমি নিঃস্ব হয়ে গেলাম।
তিনি আরো বলেন, এক সময় আমাদের এলাকায় মাটির ঘর ছিল। তখন রাতের বেলা মাটির ঘরে সিঁধ কেটে অহরহ চুরির ঘটনা ঘটতো। বর্তমানে অধিকাংশ ঘর ইটের তৈরি হওয়ায় এখন আর সিঁধ কেটে চুরির ঘটনা চোখে পড়ে না। মানুষ যখন প্রায় ভুলেই গেছে, তখনই এক রাতেই তিন ঘরে সিঁধ কেটে চুরি হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, সিঁধ কেটে চুরির বিষয়টি জানা নেই। কেউ এ বিষয়ে কোন অভিযোগও জানায় নাই।