কোটালীপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে কোটালীপাড়া পৌরসভা অডিটোরিয়ামে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা সরওয়ার হোসেন তালুকদার সাধারণ সভার উদ্বোধন করেন।
ক্রেডিট ইউনিয়নের সভাপতি রসময় রত্নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কালবের জেলা ম্যানেজার জাকির হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক কাজী সাফায়েত হোসেন, সংগঠনটির সাবেক সভাপতি মতিয়ার হোসেন, বর্তমান সম্পাদক শিপন ঘরামী, প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান, স্বপন মন্ডল, শিখা হালদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
সভায় সংগঠনটির বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। নতুন বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।