ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

কালিয়াকৈরে হকার্স ব্যবসায়ীদের পুনর্বাসনে মানববন্ধন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৬:২১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে  শতবছর পুরনো ঐতিহ্যবাহী সফিপুর বাজারের ক্ষুদ্র ও হকার ব্যবসায়ী উচ্ছেদ অভিযান বন্ধ ও পুনরায় ব্যবসা চালু এবং পুনর্বাসনের করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে হকার ও ব্যবসায়ীরা।

শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সফিপুর বাজারে বিভিন্ন প্লে কার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধন করেছে হকার্স মালিকরা।

মানববন্ধন শেষে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে সফিপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ  হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাজার সফিপুর বাজার ব্যবসায়ী শাহেদ মেহেরাজ, দেলোয়ার হোসেন, আবেদ আলী, জসিম শেখ।

এ সময় বক্তারা তাদের আবারও ব্যবসা করার সুযোগ চান প্রসাসনের কাছে।