বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মাজেদা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা মাঝিড়া মাস্টার পাড়ার মৃত আয়েদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হতদরিদ্র বৃদ্ধা মাজেদা ভোর বেলায় রাস্তার পাশে পড়ে থাকা কাগজ, বোতল ইত্যাদি কুড়াতে বের হন। এক পর্যায়ে তিনি মহাসড়কের ডিভাইডার পার হচ্ছিলেন। এমন সময় ঢাকামুখী অজ্ঞাতনামা একটি যানবাহন তাকে চাপা দিয়ে ছেঁচড়ে নিয়ে যায়। এতে মাজেদা বেগমের দেহ ছিন্নভিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল ইসলাম জানান, সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৃদ্ধার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মহাসড়কের পাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলমান আছে।