বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন দুপচাঁচিয়া উপজেলার শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলা জামায়াতের কার্যালয়ে ফেডারেশনের সভাপতি মোয়াজ্জিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক এর পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মুনজুরুল ইসলাম রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, ফেডারেশনের দুপচাঁচিয়া শাখার উপদেষ্টা মাও. ওমর আলী, হেলাল উদ্দিন, জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন-জেলা জামায়াতের সূরা সদস্য বীরমুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, উপজেলা জামায়াতের সহসেক্রেটারী ফরিদ উদ্দিন, উপজেলা শ্রমিক ফেডারেশনের নেতা তবিবর রহমান প্রমুখ।
পরে সর্বসম্মতিক্রমে তবিবর রহমানকে সভাপতি, ওমর ফারুককে সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২০২৫-২৬ সালের জন্য ৩৫সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন দুপচাঁচিয়া উপজেলার শাখার কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও এদিন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন দুপচাঁচিয়া উপজেলার ২টি পৌরসভা ও ৬টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :