ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

কেরানীগঞ্জে হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৭:৩৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জুলাই আগস্টের গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে কেরানীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল পালিত হয়।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে কেরানীগঞ্জের ঘাটারচর শহীদ রিয়াজ চত্বর থেকে ঝাউলাবাড়ী মোড়, আটিবাজার, খোলামোড়া বাজার প্রদক্ষিণ করে নরণ্ডী মোড়ে গিয়ে বক্তব্য প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

মাদক কারবারি, চাঁদাবাজি, জমি দখল না করার আহবান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, এ সকল কর্মকান্ডে জড়িত থাকলে তারা কেউ বিএনপির দল করতে পারবে না। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে  আগামীতে সুন্দর সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির ওই নেতা।