জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সাবেক সফল স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম এম.এ জলিল সাহেবের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান লাল মিয়া।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ২টার দিকে পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামে মরহুম এম.এ জলিল সাহেবের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি সমাধির পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এছাড়াও তিনি একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম গুলজার হোসেনের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং তার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সোহেল রানা, শামীম ইকবাল জুয়েল,
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তরফদার লিলন ও শাহিন শেখ, যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান সুইট, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন শেখ, উপজেলা স্বাস্থ্য সহকারী মানিক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম এম.এ জলিল ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের তিনবারের সফল স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জামালপুর জেলা বিএনপির উপদেষ্টা ও সরিষাবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর অসামান্য অবদান আজও এলাকাবাসীর হৃদয়ে অম্লান হয়ে আছে।
আপনার মতামত লিখুন :