আল্লামা সাঈদী বিশ্বের ৫০ টি দেশের অধিক রাষ্ট্রে ইসলামের দাওয়াত পৌছে দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয় কোন দেশে প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম হবে উত্তরে তিনি বলেন “বাংলাদেশে” বলে মন্তব্য করেছেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেঝ ছেলে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শামীম সাঈদী।
তিনি শুক্রবার আসরবাদ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন মাদরাসা ময়দান মাঠে আল্লামা সাঈদী নূরানী ও হাফেজী মাদরাসার উদ্বোধন ও সুধি সমাবেশে আলহাজ শামীম সাঈদী প্রধান আলোচকের বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ইনশাল্লাহ আগামীদিন এ দেশে ইসলামের সূর্য উঠবে এবং পার্লামেন্ট হবে কুরআনের পার্লামেন্ট। আজকে হলো সেইদিন ২৮ ফেব্রুয়ারি। এই দিনে জালিম ও নাস্তিকরা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিয়ে যুদ্ধাপরাধী বানিয়ে অপরাধী বানানোর চেষ্টা করে ছিলো। কিন্তু সেই ফাঁসি আল্লাহ রাব্বুল আলামিন কার্যকর করতে দেয়নি বরং তাকে সম্মানিত করেছেন এবং আজকে সেই ২৮ ফেব্রুয়ারি পিরোজপুরের ভান্ডারিয়ার মাটিতে আল্লামা সাঈদীর নামে আল্লামা সাঈদী নূরানী ও হাফেজী মাদরাসা প্রতিষ্ঠা হলো।
উক্ত উদ্বোধনীয় অনুষ্ঠানে আল্লামা সাঈদী নূরানী ও হাফেজী মাদরাসার প্রতিষ্ঠাতা মো. জাকির হোসেন আকনের সভাপতিত্বে অরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর আ.জ.ম রুহুল কুদ্দুস, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মোহাম্মদ জহিরুল হক, ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমীর হোসেন খান, সেক্রেটারী মাওলানা মোফাজ্জেল হোসেন, রাজনৈতিক সেক্রেটারী তমিজ উদ্দিন কাজল মিয়া ও উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মো. নাদিমুল ইসলাম প্রমুখ।
শামীম সাঈদী বলেন, জামায়াতে ইসলামীকে যারা রাজাকার বলে, তারা ভারতের রাজাকার। যারা আল্লামা সাঈদীকে রাজাকার বলে তারা পিতৃপরিচয়হীন অবৈধ সন্তান। তিনি বলেন, শেখের বেটি পালাবেন না বলেছিলো, কিন্তু শেখের বেটি পালাইছে। দেশটাকে লুটেপুটে খেয়ে গেছে।
আপনার মতামত লিখুন :