ধামইরহাটে অসুস্থ গরুর মাংস বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:৩৪ পিএম

ধামইরহাটে অসুস্থ গরুর মাংস বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে অসুস্থ গরুর মাংস বিক্রয়ের অপরাধে মো. শাকিল হোসেন (২৭) নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল ১১টায় উপজেলার দক্ষিণ চকযদু এলাকায় অভিযান চালিয়ে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, উপজেলা দক্ষিণ চকযদু এলাকার রফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রয় করছিল।

গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাম্যমাণ আদালত পরিচালনা করে গরুর মালিক এবং জবাইকারিকে পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ৫ হাজার টাকা নগদ অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী এবং ধামইরহাট থানার একটি চৌকস পুলিশ ফোর্স ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন।

 

 

আরবি/জেডআর

Link copied!