ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৮:৩৫ এএম
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আল-আমিন (৩২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (৩২) একই উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার আল-আমিনকে গুলি করে বিএসএফের জাওয়ানরা। এরপর আহত অবস্থায় তাকে ভারতের বিশালঘর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মারা যান। বিষয়টি নিয়ে ভারতের একটি ফেসবুক পেইজ ‍‍`ভোরের আলো‍‍` থেকে সংবাদভিত্তিক একটি ভিডিও প্রকাশ হলে তা ছড়িয়ে পরে বাংলাদেশেও। এরপরই নিহতের ঘটনাটি আরো জানাজানি হয়।  তবে এখনো মরদেহ ফেরত দেয়নি বিএসএফ।

এ নিয়ে জানতে চাইলে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সালদানদী ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার আবু বক্কর বলেন, শুক্রবার রাতে আল আমিন নামক এক ব্যক্তিকে এক রাউন্ড রাবার বুলেট ফায়ার করে বিএসএফ। এরপর তাকে ভারতে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আমার অফিসারদের জানিয়েছি, শনিবার বিজিবি ও বিএসএফের মধ্যে অফিসার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রিপন দাস ও ১০ নং বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন।