প্রেমিকাকে বিয়ের আশ্বাসে ধর্ষণ করেন চাচাতো ভাই আবুল কালাম। কিন্তু পরবর্তীতে বিয়ে না করে প্রতারণায় করায় পুলিশের দারস্থ হন ওই কিশোরী। অন্যত্র বিয়ে করে বাসরঘরে ছিলেন ওই যুবক। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হরিয়াখালী গ্রামের।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ওই ধর্ষককে জেল হাজতে পাঠায় আদালত। আবুল কালাম ওই গ্রামের আব্দুস সালামের ছেলে। ভুক্তভোগী কিশোরী তারই প্রতিবেশী বলে মামলার এজাহার সূত্রে জানা গেছ।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে আবুল কালাম। বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীকে ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি পর প্রতারক প্রেমিক অন্যত্র গৌরীপুর উপজেলার নাওড়া গ্রামের এক তরুণীকে বিয়ে করে। তার বিয়ের খবর জানাজানি হলে ঈশ্বরগঞ্জ থানায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মামলা করেন।
পুলিশ রাতেই নিজ বাড়ি হতে ধর্ষক কালামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ওই রাতে নববধূকে নিয়ে কালাম যখন বাসর ঘরে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে পুলিশ থাকে গ্রেপ্তার করে বলে স্থানীয় সূত্র জানায়।
ওসি ওবায়দুর রহমান জানান, গ্রেপ্তার কালামকে শুক্রবার আদালত জেল হাজতে পাঠিয়েছেন।
আপনার মতামত লিখুন :