বাংলাদেশের অর্ধশত গ্রামে রোজা আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ১০:৫১ এএম

বাংলাদেশের অর্ধশত গ্রামে রোজা আজ

ছবি: সংগৃহীত


আরব দেশগুলোতে হিজরি ১৪৪৬ সনের পবিত্র রজমানের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার (১ মার্চ) থেকে দেশগুলো পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারাবি নামাজ ও রোজা রাখা শুরু করেছে চাঁদপুরের অর্ধশত গ্রামের বাসিন্দারা। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী। জানান, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক মাওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের নিয়ম চালু করেন।

তিনি আরও জানান, প্রথমে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া শনিবার রোজা রাখার সিদ্ধান্ত নেয়। পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলে আমরা রোজা ও ঈদ পালন করি। পরবর্তীতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও সৌদি আরবে চাঁদ দেখার খবরটি পুরোপুরি নিশ্চিত হওয়ার কারণে আমরা তারাবি ও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি।

হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা আজ থেকে রোজা পালন করছেন বলে জানান ড. বাকী বিল্লাহ।

রূপালী বাংলাদেশ

Link copied!