ঢাকা শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ১২:৪৬ পিএম
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুদ্দুম রায় (১৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় উপজেলার চাড়োল গ্রামের রাজ্জাক মিলারের মিলের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুদ্দুম রায় রাণীশংকৈল উপজেলার ২নং বাচোর ইউনিয়নের কাতিহার মাধবপুর গ্রামের পালান্দু রায়ের ছেলে।

স্থানীয় চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি মিঞা মো. হাবিবুল্লাহ বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুদ্দুম রায় রাজ মিস্ত্রির কাজ করতো। প্রতিদিনের মতো শুক্রবার দিনব্যাপী কাজ করে আসার এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে সে লাহিড়ী বাজারের আব্দুল রাজ্জাক মিলার এর মিলের একটি বিল্ডিং ঘরের কাজ করছিল। এ সময় অসাবধানতাবসত বিদ্যুতের লাইনের তারে কুদ্দুম রায় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, নিহতের বাবা পালান্দু রায় থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।