ধামরাইয়ে তিন অবৈধ ইটভাটা ভেঙে দিলেন ভ্রাম্যমাণ আদালত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৬:০৮ পিএম

ধামরাইয়ে তিন অবৈধ ইটভাটা ভেঙে দিলেন ভ্রাম্যমাণ আদালত

ছবি: রূপালী বাংলাদেশ

ঢাকা জেলা প্রশাসকের নির্দেশক্রমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকার ধামরাই উপজেলার অবৈধভাবে গড়ে উঠা ৩টি ইটভাটার চিমনিসহ অন্যান্য স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে ইট উৎপাদন বন্ধসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১ মার্চ) বিকেল ৩টার দিকে সাংবাদিকদের বিষয়টি জানান, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রৌশন আহমেদ এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ভাড়ারিয়া এলাকায় লাইসেন্স বিহীন অবস্থায় চলছিল তিনটি ইটভাটা। পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের  লাইসেন্স না থাকায় ইউনিভার্সাল ব্রিকস, HMB ব্রিকস ও DBC ব্রিকসের চিমনিসহ সকল স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। সেই সাথে মাটি কাটার এক্সকেভেটর (ভেক্যু) দিয়ে কাঁচা ইটও ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক বলেন, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া এলাকায় অবস্থিত ইউনিভার্সাল ব্রিকস, HMB ব্রিকস ও ধামরাই ব্রিকস( DBC) এ অভিযান চালিয়ে এই ৩টি ভাটার স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। এদের কারোরই পরিবেশের ছাড়পত্র ও ডিসি লাইসেন্স না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটার চিমনিসহ সকল স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে ইট উৎপাদন বন্ধ ঘোষনা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।

আরবি/জেডআর

Link copied!