ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের কমিটিতে প্রথমবারের মত দুই নারীকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ৯ সদস্যের আংশিক কমিটিতে ৭ জনই নারী। যা স্থানীয় রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে।
কনিকা আক্তার সভাপতি ও দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ সভাপতি হয়েছেন পুষ্পা আক্তার। সহ সভাপতি পদে আরো দুই নারী রয়েছেন, তারা হলেন-আয়েশা সিদ্দিকা পান্না ও মুক্তা আক্তার। সিনিয়র যুগ্ম সম্পাদক তানভির মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক পদেও নূসরাত জাহান তনু ও নাজনীন আক্তার নামে দুই নারী রয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে মো. ইকবাল হোসেন কে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহবায়ক এবং সদস্য সচিব এই কমিটি অনুমোদন করেছেন। এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।