ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের কাউতলীস্থ কার্যালয়ে গণতান্ত্রিক উপায়ে এ কাউন্সিল সম্পন্ন হয়। প্রায় ২ ঘণ্টা ভোটগ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনার সোহা কবির তিন্নি ফলাফল ঘোষণা করেন। কাউন্সিলে সভাপতি পদে আশরাফুল হাসান তপু, সাধারণ সম্পাদক পদে কাজী রাজিউর রহমান তানভীর এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসুম আহমেদ নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ও পরাজিত প্রতিদ্বন্দ্বীরা হাসিমুখে ফলাফল মেনে নিয়ে একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতৃবৃন্দরা সম্মানিত ভোটার ও নেতাকর্মীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকল সহযোদ্ধাদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলাধিন সকল উপজেলায় সংগঠনের কার্যক্রম গতিশীল করে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদের বার্তা পৌঁছে দিবেন বলে জানান তারা।
এছাড়া কোটা সংস্কার আন্দোলনের মহানায়ক, ২৪ এর গণ-অভ্যুত্থানের সফল সংগঠক কারা নির্যাতিত ছাত্রনেতা ডাকসু ভিপি নুরুল হক নুরের হাতকে শক্তিশালী করার জন্য মিলেমিশে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দরা।
এদিকে সভাপতি পদে লিটন হোসাইন জিহাদ, সাধারণ সম্পাদক পদে হাসানুর রহমান ওবায়দুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান দিনার পরাজিত হয়েছেন।
কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার সোহা কবির তিন্নি বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের ২য় কাউন্সিলে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ২ জনসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের জেলা এবং উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে মোট ৪৩ জন ভোটার ছিল। এর মধ্যে মোট ৪০ জন ভোট প্রদান করেছেন। আমিসহ আরও তিনজন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি।
আপনার মতামত লিখুন :