বাড়ি পুড়ে ছাই হলেও অক্ষত কোরআন

কামরুজ্জামান লিটন, সরিষাবাড়ী

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৬:৪৪ পিএম

বাড়ি পুড়ে ছাই হলেও অক্ষত কোরআন

ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরে সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজারের মহিলা কলেজ মোড় এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হলেও, অক্ষত আছে কোরআন।  শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলা বাজার এলাকায় মাহমুদা সালাম মহিলা কলেজ মোড়ে তবারক বাবুর্চির ভাড়া বাসায় ঘটেছে।

জানা যায়, দুপুরে আরামনগর বাজার এলাকায় বাবুর্চির ভাড়া বাসায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে  ফায়ার সার্ভিস পৌঁছে এলাকাবাসীর সহযোহগিতায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ সময় অক্ষত ছিল কোরআন শরিফ। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট যায়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

আরবি/জেডি

Link copied!