লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জন আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৮:০৭ পিএম

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জন আটক

ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক প্রভাত চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তাদের লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ ‌‘মা ফুডস এজেন্সি’ নামের দোকানের সামনে থেকে আটক করা হয়। 

আটকরা হলেন- মাহবুব আলম, মো. লিটন ও মো. জয়নাল। তারা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা। 

মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ব সূত্র জানায়, লক্ষ্মীপুর থেকে গাঁজা নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে মাহবুব, লিটন ও জয়নাল নোয়াখালীর দিকে যাচ্ছিল। মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি টিম অটোরিকশাটি থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু তারা সংকেত অমান্য করে অটোরিকশাটি ঘোরানোর চেষ্টা করে। এ সময় তাৎক্ষণিক অটোরিকশাসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়। 

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের উপপরিদর্শক প্রভাত চন্দ্র মিস্ত্রী বলেন, আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেছি। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 


 

আরবি/জেডআর

Link copied!