নাসিরনগরে ডাকাতের হামলায় নিহত ১

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৮:৪৯ পিএম

নাসিরনগরে ডাকাতের হামলায় নিহত ১

ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নে ডাকাত দলের হামলায় এক ব্যক্তি চিকিৎসাধিন অবস্থায়  নিহত। নিহত রওশন মিয়া (৪২) সাত সন্তানের জনক। তার পিতার নাম-মৃত হিরণ মিয়া। গ্রাম-নাসিরনগর সদর ইউনিয়ন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে ১২টা ৩০ মিনিটে রওশন মিয়ার বাড়িতে ডাকাতদল আক্রমণ করে ঘরের ভিতর প্রবেশ করে, এ সময় ঘরে থাকা চারটি গরু নিয়ে যেতে চাইলে রওশন মিয়া (৪২) বাঁধা দেয়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা রওশন মিয়ার হাত-পা কাপড় দিয়ে বেঁধে ফেলে ও শরীরের বিভিন্ন জায়গায় ও মাথায় প্রচন্ড আঘাত করে ৪টি গরু নিয়ে চলে যায়।

রাতেই স্থানীয় মানুষ রওশন মিয়াকে উদ্ধার করে নাসিরনগর সদর হাসপাতালে নিলে অবস্থার অবনতি দেখলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্ত্যব্যরত চিকিৎসকগণ রোগীর অবস্থা আশঙ্কাজনক খারাপ হলে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। সেখানে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে ডাক্তারগণ উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করতে বলেন। সেখানেই চিকিৎসাধিন অবস্থায় আজ দুপুরে মৃত্যুবরণ করেন।

ডাকাতের হামলায় রওশন মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের দেখা দিয়েছে। তার স্ত্রী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার সামনে আমার স্বামীকে মারধর করেছে, আমি কিছু করতে পারি নাই, আমি আমার এই সাত সন্তানদের নিয়ে কিভাবে বাচঁব। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নিহত ব্যক্তির সুরতহাল সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। 

আরবি/জেডআর

Link copied!