ঢাকা রবিবার, ০২ মার্চ, ২০২৫

টাঙ্গাইলে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৫, ০৯:০৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জনসেবা চত্বরে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর  উপদেষ্টা ফরিদা আখতার।

এতে গরুর মাংস ৬৫০ টাকা কেজি, মুরগী এক কেজি  ২৫০ টাকা এবং ডিম এক ডজন ১১৪ টাকা, গরুর দুধ ৮০ টাকা লিটার বিক্রি করা হয়। সপ্তাহে পাঁচদিন এই কর্মসুচি চলবে পুরো রমজান মাসে।

এ সময় উপদেষ্টা বলেন, রমজান মাসে মাংস, দুধ, ডিমসহ যে সকল জরুরি পণ্যের চাহিদা বেশী রয়েছে আমরা দেখাতে চাচ্ছি সেসকল পণ্য এই দামে বিক্রি করা সম্ভব। তিনি বলেন, যে সকল এলাকায় নিন্ম আয়ের মানুষ বেশি থাকে এবং জুলাই বিপ্লবে যে সকল এলাকার মানুষের ব্যপক সম্পৃক্তা ছিল। সে সকল জায়গা বেছে নেয়া হয়েছে এই কর্মসূচি জন্য। ঢাকায় ২৫টিসহ সকল জেলা এবং বেশ কিছু উপজেলায় এই কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান তিনি। সারা বছর এ কার্যক্রম চালুর করার চেষ্টা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন ও জেলা মৎস্য ও প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।