শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

ভৈরবে সকালে সতর্কতা বিকালে এসিল্যান্ডের জরিমানা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৮:২১ এএম

ভৈরবে সকালে সতর্কতা বিকালে এসিল্যান্ডের জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি। আজ শনিবার (১ মার্চ) বিকালে ভৈরব বাজারের বিভিন্ন এলাকা ঘুরে ফুটপাত দখল করে রাখায় ৯ প্রতিষ্ঠানকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সহযোগিতায় ছিলেন ভৈরব শহর ফাঁড়ি থানা পুলিশ।

এদিকে আজ সকালে ভৈরব বাজারের বিভিন্ন এলাকা ঘুরে ফুটপাত দখলমুক্ত ও দ্রব্যমূল্য তালিকা টানানোসহ বিভিন্ন ভাবে সতর্ক করে উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এ সময় তিনি বাজারের বেশ কয়েকটি এলাকা দখলমুক্ত করেন।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতায় ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মুজিবুর রহমান, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, বিএনপির সিনিয়র নেতা জিল্লুর রহমান, ভৈরব নাগরিক সমাজ ঐক্য পরিষদের আহ্বায়ক আর এ মরুকী শাহীন, পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগমসহ ভৈরব শহর ফাঁড়ি থানা পুলিশ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, আসন্ন রমজানকে সামনে রেখে ভৈরব বাজারের যানজট নিরসনে ফুটপাত দখল মুক্ত করতে বিশেষ অভিযান ও প্রাথমিক ভাবে ব্যবসায়ীদের সতর্কতা দেয়া হয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানা তিনি।

আরবি/জেডআর

Link copied!