গোপালগঞ্জের কোটালীপাড়ায় পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে দাওয়াতী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ও তার সহযোগি সংগঠন কোটালীপাড়া শাখার উদ্যোগে এই শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলা হোটেল-রেস্তোরা বন্ধ, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা ও সকল প্রকার বেহায়াপনা বন্ধ রাখার দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়। উপজেলার মহুয়া মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঘাঘর বাজার ঘুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের কোটালীপাড়া শাখার সভাপতি মাওলানা আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাওলানা মানজুরুল হক, সাংগঠনিক
সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কোটালীপাড়া শাখার সভাপতি সাদ আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কোটালীপাড়া শাখার সভাপতি মাওলানা ইয়াসিন আহমেদ খান বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :