ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ১০:৩৯ এএম
ছবি: সংগৃহীত

আনিলা খাতুন সাথী (১৬) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে ।

এ ঘটনায় নিহত সাথীর স্বামী মো. আসিফ  আলী (১৮), শ্বশুর মো. সাইদুর রহমান (৪৫) ও শাশুড়ি মোসা. তাকলেমা বেগমকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাথীর গলা কাটা মরদেহ এবং গলাকাটায় ব্যবহৃত হাঁসুয়াটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গত ২ মাস আগে চাঁপাইনবাবগঞ্জ সদরের চরবাগডাঙ্গা এলাকার সাথীর সঙ্গে শিবগঞ্জ উপজেলার ছোট মহেশপুর গ্রামের আসিফের বিয়ে হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, শনিবার পারিবারিক কলহের জেরে সাথীকে হত্যা করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে সাথীর শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহত সাথীর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।