মাগুরায় বাস থেকে আটক ৬ রোহিঙ্গা

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০১:০৫ পিএম

মাগুরায় বাস থেকে আটক ৬ রোহিঙ্গা

ছবি: রূপালী বাংলাদেশ

মাগুরায় যাত্রীবাহী বাস থেকে ৬ জন রোহিঙ্গাকে আটক করেছে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জেলার ওয়াপদা বাজারে পরিবহণ তল্লাশিকালে সন্দেহভাজন এ ৬ জন যাত্রীকে আটক করা হয়।

মাগুরা জেলা গোয়েন্দা শাখা লিখিত বিবৃতিতে জানিয়েছে, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে চেকপোস্ট কলাকালীন শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জেলার শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজারে কক্সবাজার হতে খুলনাগামী সৌদিয়া ও এম.আর পরিবহণ তল্লাশিকালে ৬ জন যাত্রীকে সন্দেহভাজন মনে হয়। তাদের জিজ্ঞাসাবাদে ওই ৬ যাত্রী কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প হতে পালিয়ে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করার উদ্দেশ্যে যশোর যাচ্ছিলো।

আটককৃতরা হলেন-সানাউল্লা (৩৮) রোহিঙ্গা ক্যাম্প-১৭, মোহাম্মদ আইয়ুব (২৬), রোহিঙ্গা ক্যাম্প-১৯, রাজিদা বেগম (২০), রোহিঙ্গা ক্যাম্প-৯, মোহাম্মদ হারেজ (১৫), রোহিঙ্গা ক্যাম্প-১৭, মোহাম্মদ আরজ (২০), রোহিঙ্গা ক্যাম্প-১৭, মোহাম্মদ এরফান (২৫), রোহিঙ্গা ক্যাম্প-১৩ কক্সবাজার এর বাসিন্দা।

উল্লেখ্য, আটককৃত সানাউল্লা, পিতা-মৃত সুলতান আহম্মেদ, মাতা-মজুদা খাতুন, এফসিএন নং-৫০০২৯১, রোহিঙ্গা ক্যাম্প-১৭ বালুখালী, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার ইতোমধ্যেই তার রোহিঙ্গা পরিচয় গোপন করে হোল্ডিং নং-২৯৮, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ঠিকানা ব্যবহার করে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে।

মূলত সানাউল্লাহ নেতৃত্বে আটক অপর ব্যক্তিরা অবৈধভাবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরির উদ্দেশ্যে যশোর যাওয়ার সময় মাগুরা জেলা গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয় হয়েছে।

আরবি/জেডআর

Link copied!