জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহতের ঘটনায় রাজিব পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
রোববার সকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাসে আগুন দেওয়ার প্রতিবাদস্বরূপ একইদিন দুপুরে শহরের ফেরিঘাট এলাকায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বাস শ্রমিকরা।
জানা যায়, রোববার সকাল ৮ টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় রাজিব পরিবহনের একটি বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ ঘটনায় অটোরিকশার চালকসহ ৪ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম নামে এক ব্যক্তি মারা যান। আবুল কাশেম পার্শবর্তী হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, ঢাকা থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস ও জামালপুর থেকে নান্দিনা গামী একটি ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
প্রতিবাদস্বরূপ, দুপুরে ফেরিঘাট এলাকায় বাস শ্রমিকরা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সড়ক দুর্ঘটনা এবং বাসে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।